ম্যাচের শুরুতে আক্রমন চালায় বার্সা, আর ২০ মিনিটের মাথায় পাবলো টরের অসাধারন পাসে গোল করে রবার্ট লেভানডস্কি। ফলে ব্যাবধান দাড়ায় ১-০। ৩৫ মিনিটে লামিন ইয়ামালের লং বলে হেড করে প্রতিপক্ষ দলের গোল্কিপারেরর গায়ে লেগে ফিরে আসা বল ফের গোল পোস্টে পাঠায় লেভানডস্কি। ৩৭ মিনিটে পাল্টা আক্রমন চালায় ভিয়ারিয়াল, ৩৭ মিনিটে আয়োজ পেরেজের গোলে ব্যাবধান কমায় ভিয়ারিয়াল। কিন্তু এরপর আর ম্যাচে ফেরা হয় না ভিয়ারিয়লের, তারপর বার্সা যা করে তা রীতিমত ছেলেখেলা ছাড়া আর কিছুই না। প্রথমার্ধর খেলা ২-১ ব্যাবধানে শেষ হয়।
ম্যাচের ৪৮ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন টের স্টেগান।৫৭ মিনিটে পাবলো টরে জোরালো শটে গোল করে ব্যাবধান বাড়ায়, ফলাফলা দাঁড়ায় ৩-১। ৭৪ মিনিটে গোলকিপারকে বোকা বানিয়ে গোল করে রাফিনহা, ফলাফল দাড়ায় ৪-১। ৮৩ মিনিটে বাড়িয়ে দেয়া বলে আবার ও গোল করে বসেন রাফিনহা, ফলে ৫-১ বিশাল ব্যাবধানে জয় পায় বার্সেলোনা। এরই সাথে ৬ ম্যাচের সবকটিতে জয় পেয়ে ১৮ পয়েন্ট নিয়ে লা-লীগার পয়েন্ট টেবিলেসেলোনা।হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা।
ম্যাচের ৪৮ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন টের স্টেগান।৫৭ মিনিটে পাবলো টরে জোরালো শটে গোল করে ব্যাবধান বাড়ায়, ফলাফলা দাঁড়ায় ৩-১। ৭৪ মিনিটে গোলকিপারকে বোকা বানিয়ে গোল করে রাফিনহা, ফলাফল দাড়ায় ৪-১। ৮৩ মিনিটে বাড়িয়ে দেয়া বলে আবার ও গোল করে বসেন রাফিনহা, ফলে ৫-১ বিশাল ব্যাবধানে জয় পায় বার্সেলোনা। এরই সাথে ৬ ম্যাচের সবকটিতে জয় পেয়ে ১৮ পয়েন্ট নিয়ে লা-লীগার পয়েন্ট টেবিলেসেলোনা।হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা।