Thursday, November 7, 2024
প্রধান পাতাআন্তর্জাতিকমহানবী (সাঃ) কে অবমাননা; হাজারো মুসলিমের মুম্বাই অভিমুখে লংমার্চ

মহানবী (সাঃ) কে অবমাননা; হাজারো মুসলিমের মুম্বাই অভিমুখে লংমার্চ

ভারতের মহারাষ্ট্র রাজ্যে সম্প্রতি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অবমাননার অভিযোগ ঘিরে উত্তেজনা বিরাজ করছে। এক হিন্দু ধর্মীয় প্রচারক মহানবী ও ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করলে তা সমর্থন করেন রাজ্যের বিজেপি বিধায়ক নিতেশ রানা। এর জেরে রাজ্যের মুসলিম সম্প্রদায় ক্ষোভে ফুঁসে ওঠে এবং প্রতিবাদে বিক্ষোভের ডাক দেয়।

মাহারাষ্ট্রের বিভিন্ন শহর থেকে হাজার হাজার মুসলিম মুম্বাই অভিমুখে লংমার্চ করছে। বিশেষ করে মহারাষ্ট্রের এক্সপ্রেসওয়েগুলো জনসমুদ্রে পরিণত হয়েছে। বিক্ষোভকারীরা অভিযুক্ত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ এবং বিজেপি বিধায়ক নিতেশ রানার উপযুক্ত শাস্তি দাবি করছেন।

ঘটনাটি শুরু হয় চলতি মাসের শুরুর দিকে, যখন একটি ধর্মীয় সভায় রামগিরি মহারাজ মহানবী ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন, যা পরে নিতেশ রানা সমর্থন করেন। শুধু তাই নয়, মুসলিমদের উপর হামলার হুমকিও দেন কট্টর হিন্দুত্ববাদী নেতা। তার মন্তব্য “চুন চুন কে মারেঙ্গে” গোটা রাজ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি করে।

ধর্মীয় অবমাননা ও রাজ্যের শান্তি ভঙ্গের অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। বিক্ষোভের প্রধান আহ্বানকারী অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়ে সব বয়সের মুসলমানদের লংমার্চে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। সোমবার সকালে আরঙ্গবাদ থেকে শুরু হয় মুম্বাই অভিমুখে যাত্রা, যা ধীরে ধীরে আরও বড় আকার ধারণ করছে।

আরও পড়ুন

সর্বশেষ