Monday, December 23, 2024
প্রধান পাতাখেলাসাকিবের চোট নিয়ে যত জল ঘোলা।

সাকিবের চোট নিয়ে যত জল ঘোলা।

আজ কানপুর টেস্টে নিয়ে সঙ্গাব্দ সম্মেলনে বাংলাদেশের কোচ চান্ডিকা হাথুরুসিংহে সাকিব আল হাসান কে নিয়ে বলেন ‘সাকিবের চোটের ব্যাপারে অফিশিয়ালি আমার কিছু জানা নেই।’
চেন্নাইয়ে প্রথম টেস্টে ভারতের বিপক্ষে ২৮০ রানের বিশাল ব্যাবধানে হারে বাংলাদেশ। সিরিজে ১-০ তে পিছিয়ে পরে বাংলাদেশ।
উক্ত টেস্টের তিত্বীয় দিনে ধারা ভাষ্যকার মুরালি কার্ত্তিক সাকিবের সাথে কথা বলে জানান ‘তার বাঁ হাতের স্পিনিং ফিঙ্গারে একটা অস্ত্রোপচার করা হয়েছে। সেটি এখন ফুলে গেছে, শক্ত হয়ে আছে। ওই আঙুলে সে বলের অনুভূতিটাও পাচ্ছে না।’

এদিকে বিসিবি নির্বাচক হান্নান সরকার গণমাধ্যমে জানান ফিট হয়ে চেন্নাই টেস্ট খেলতে নামলেও বোলিংয়ের সময় আঙুলে ব্যথা পেয়েছেন সাকিব। পরে ব্যাটিংয়ের সময় বলের আঘাতও পেয়েছেন। সাকিব এখন বাংলাদেশ দলের ফিজিও বায়েজেদুল ইসলামের পর্যবেক্ষণে আছেন। কানপুরে দলের অনুশীলনের পর সাকিবকে এই টেস্টে দলে রাখা না রাখা নিয়ে ব্যাপারে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।
হাথুরুর সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয়েছিল, কানপুর টেস্টে সাকিবের খেলা নিয়ে কোনো অনিশ্চয়তা আছে কি না? হাথুরুসিংহে বলেছেন, ‘সাকিবকে নিয়ে এই মুহূর্তে কোনো অনিশ্চয়তা নেই। আমি ফিজিও কিংবা কারও কাছ থেকে এ বিষয়ে কিছু শুনিনি।’

চলতি টেস্ট সিরিজ শুরু হওয়ার পূর্বে ইংলিশ কাউন্টিতে সাকিব অসাধারন পারফরম্যান্স করে আসার পরও ভারতের বিপক্ষে প্রথম টেস্টে সাকিব ব্যাটে বলে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি।
সংবাদ সম্মেলনে হাতুরু কে জিজ্ঞেস করা হয়েছিলো সাকিবের পারফরম্যান্স নিয়ে ‘আমি তার পারফরম্যান্স নিয়ে হতাশ নই, গোটা দলের পারফরম্যান্স আরও ভালো হতে পারত। আমি নিশ্চিত সেও এটা জানে যে, আরও ভালো পারফর্ম করতে পারে। তার সামর্থ্য আমরা সবাই জানি। আমার মতে দ্বিতীয় ইনিংসে সে সত্যিই ভালো ব্যাটিং করেছে।’

আরও পড়ুন

সর্বশেষ