Thursday, November 7, 2024
প্রধান পাতাখেলাজিম-আফ্রো টি-টেন লীগে ঝড় উঠালেন সাব্বির রহমান।

জিম-আফ্রো টি-টেন লীগে ঝড় উঠালেন সাব্বির রহমান।

গতরাতে জোবার্গের বিপক্ষে ১২ বলে ৫টি ছক্কায় ৩৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন সাব্বির রহমান, স্ট্রাইক রেট ছিলো ২৩৩। যেনো ফিরে এসেছে সেই পুরোনো মারকুটে সাব্বির, যাকে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা অনেকদিন ধরে খুঁজছিলেন।

একসময় সাব্বির রহমানকে বাংলাদেশের টি-টোয়েন্টি স্পেশালিস্ট বলা হতো। দ্রুত উইকেট পড়লে টপ অর্ডারে নেমে রান তোলার দায়িত্ব পালন করা কিংবা মিডল অর্ডারে ফিনিশিং রোলে ঝড়ো ব্যাটিং করে দলকে জয়ের পথে নিয়ে যাওয়া- সবই সাব্বিরের পক্ষে সম্ভব ছিল। বিপিএলেও তার চাহিদা ছিলো ব্যাপক। ২০১৭ সালের বিপিএলে বরিশালের বিপক্ষে তার করা ১২২ রানের ইনিংস আজও ভক্তদের মনে গেঁথে আছে। তবে সেই ইনিংসের পর থেকেই যেনো নিজেকে হারিয়ে খুঁজছেন তিনি।

শৃঙ্খলাভঙ্গ এবং খারাপ আচরণের জন্য নিষেধাজ্ঞার কবলে পড়েন সাব্বির। তখন থেকেই যেন ফিনিক্স পাখির মতো উড়ে চলা সাব্বির হঠাৎ করেই হারিয়ে যান। সাম্প্রতিক বিপিএল আসরগুলোতেও খুব একটা ভালো করতে পারেননি তিনি, আর জাতীয় দল থেকেও বহু আগেই বাদ পড়েছেন।

তার ক্যারিয়ারের বেশ লম্বা একটা সময় খারাপ কাটছে। বর্তমানে তিনি পাড়ার ক্রিকেটে খ্যাপ খেলে সময় কাটাচ্ছেন। তবে সাব্বির এখন আগের চেয়ে অনেক ভিন্ন। নিজেকে নতুন করে গড়ছেন এবং আসন্ন বিপিএলের জন্য জিম-আফ্রো টি-টেন লিগ দিয়ে প্রস্তুতি নিচ্ছেন।

বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো এবার হয়তো সাব্বিরের দিকে বিশেষ নজর দিবে। দেখা যাক, তার ক্রিকেটে নতুন করে ফেরা কেমন হয়।

উল্লেখ্য, সাব্বির রহমান বর্তমানে জিম-আফ্রো টি-টেন লিগে হারারে বোল্টসের হয়ে খেলছেন।

আরও পড়ুন

সর্বশেষ