Sunday, December 22, 2024
প্রধান পাতাখেলাআবারও হারলো বাংলাদেশ।

আবারও হারলো বাংলাদেশ।

টি-টোয়েন্টি ফরম্যাটে পরাজয় যেন বাংলাদেশের দৈনন্দিন সঙ্গী হয়ে উঠেছে। ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৮৬ রানের বড় ব্যবধানে হারল টাইগাররা, সেই সঙ্গে সিরিজটিও হাতছাড়া হলো। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তবে তাসকিন আহমেদ ছাড়া বাকি বোলাররা ছিলেন বেশ খরুচে। তাসকিন ৪ ওভার বল করে ১৬ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। রিশাদ ৩ উইকেট পেলেও ৪ ওভারে ৫৪ রান দেন। ভারতের ব্যাটসম্যানরা ২০ ওভারে ২২১ রান সংগ্রহ করে। বাংলাদেশের সামনে ছিল ২২২ রানের বিশাল লক্ষ্যমাত্রা।

লিটন দাস ও ইমনের ব্যাটিংয়ে কিছুটা আশা জাগলেও, একের পর এক উইকেট পতনের কারণে সেই আশার বাতি দ্রুত নিভে যায়। মাহমুদুল্লাহ রিয়াদ ৩৯ বলে ৪১ রান করে হারের ব্যবধান কিছুটা কমান। শেষ পর্যন্ত বাংলাদেশ ২০ ওভারে ৯ উইকেটে ১৩৫ রান সংগ্রহ করে।

আরও পড়ুন

সর্বশেষ