Sunday, December 22, 2024
প্রধান পাতাখেলাআজ রাতে ভেনুজুয়েলার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা; দলে ফিরেছেন মেসি।

আজ রাতে ভেনুজুয়েলার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা; দলে ফিরেছেন মেসি।

ঘূর্ণি ঝড় মিল্টনের কারনে ম্যাচ হওয়া নিয়ে শংকা থাকলেও শেষ পর্যন্ত ম্যাচ শুরু হবে আজ রাত ৩.০০ টায়। প্রায় ৩ মাস পর দলে ফিরেছেন অধিনায়ক লিওনেল মেসি। এদিকে আজকের ম্যাচে নিষেদাজ্ঞার কারনে স্কোয়াডে নেই দলের সেরা গোল্কিপার ইমিলিয়ানো মারটিনেজ। এছাড়াও চোটের কারনে দল থেকে বাদ পরেছেন পাউলো দিবালা, নিকোলাস গঞ্জালেস, আলেহান্দ্রো গারনাচো। কার্ড জনিত সমস্যায় এই ম্যাচ মিস করবেন ক্রিসচিয়ান রোমেরো। তাছাড়া ইনজুরির  শঙ্কায় আছে আলেক্সিস ম্যাক এলিস্টার ও লিসান্দ্রো মারটিনেজ। সব মিলিয়ে আজ রাতে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামতে পারবে না লিওনেল স্কালোনি।

আরও পড়ুন

সর্বশেষ