ঢাকা, ২৩ জুন ২০২৫ – সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদাকে রাজধানীর উত্তরায় বাসায় ঢুকে ‘মব’ তৈরি করে হেনস্তা করার পর পুলিশে সোপর্দ করা হয়েছে। রোববার সন্ধ্যার দিকে ঘটে এমন ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, সাদা টি-শার্ট ও লুঙ্গি পরিহিত নূরুল হুদাকে একদল লোক ঘিরে জুতার মালা পরিয়ে হেনস্তা করছে। তাঁর ওপর জুতা ছোড়া হয় এবং ডিমও মারা হয়। ঘটনাস্থলে থাকা পুলিশ কিছুটা নিয়ন্ত্রণ রাখতে দেখা গেছে। হেনস্তার পর নূরুল হুদাকে উত্তরা পশ্চিম থানা থেকে গ্রেফতার দেখিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেয়া হয়েছে।
পুলিশ জানায়, বিএনপি গত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন নিয়ে সাবেক তিন প্রধান সিইসি এবং সাবেক আইজিপিসহ ২৪ জনকে আসামি করে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করেছে। মামলায় নূরুল হুদাকে গ্রেফতার দেখানো হয়েছে।
মানবাধিকারকর্মী ও গবেষক রেজাউর রহমান লেলিন প্রথম আলোর সঙ্গে কথা বলেন, সাবেক সিইসির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে আইনের আওতায় বিচার করা উচিত। কিন্তু ‘মব’ তৈরি করে হেনস্তা করা কখনো গ্রহণযোগ্য নয় এবং এটি ‘মব জাস্টিস’ হিসেবে এক ধরনের অপরাধ। তিনি প্রশ্ন তুলেছেন, এই ধরনের ঘটনা রাজনৈতিক দলের কোন পক্ষের কর্মীরা করছে কি না এবং দলের নেতৃত্ব এই বিষয়ে ব্যবস্থা নিবে কি না।
সাম্প্রতিক এই ঘটনা সামাজিক ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলেছেন, আইনের বাইরে গিয়ে কাউকে হেনস্তা করা বেসামরিক ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।