জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের পরিচিতিতে যুক্ত হলো এক নতুন ও মানবিক দিক—তিনি একসময় ছিলেন শিক্ষক, তাও আবার দেশের অন্যতম জনপ্রিয় কোচিং সেন্টার ই-হক-এ। সম্প্রতি এ তথ্য প্রকাশ্যে আসার পর তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নতুন মাত্রা পেয়েছে দর্শকমহলে।
কোচিং সেন্টারের সাবেক শিক্ষার্থীদের মতে, তখন তিনি পরিচিত ছিলেন ‘শামীম ভাই’ নামেই। গায়িকা কণা সহ একাধিক ছাত্রছাত্রী স্মৃতিচারণ করে জানিয়েছেন, মোশাররফ করিম কেবল একজন শিক্ষকই নন, তিনি ছিলেন শিক্ষার্থীদের প্রেরণার উৎস। এমন বাস্তব ও মাটির কাছের অভিজ্ঞতা পরবর্তীতে তাঁর অভিনয় জীবনেও নিখুঁত বাস্তবতাকে ছুঁয়ে গেছে।
১৯৯৯ সালে ‘অতিথি’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় যাত্রা শুরু করলেও ২০০৪ সাল থেকে নিয়মিতভাবে কাজ করছেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় নাটক। পরবর্তীতে ওটিটি ও চলচ্চিত্রেও সাফল্যের ছাপ রেখেছেন।
এবারের কোরবানি ঈদে মুক্তি পাওয়া তাঁর সিনেমা ‘ইনসাফ’ দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছে। পাশাপাশি ওয়েব সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’-তেও নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন।
বর্তমানে মোশাররফ করিমের হাতে রয়েছে একাধিক নতুন প্রজেক্ট। আর তাঁর শিক্ষকতা থেকে অভিনয়ে উত্তরণের এই যাত্রা প্রমাণ করে—প্রতিভা যেকোনো স্থান থেকেই বিকশিত হতে পারে, যদি থাকে মেধা, নিষ্ঠা আর স্বপ্ন দেখার সাহস।