স্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশের সাত বিভাগে চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডর (বিসিবি) নানা আয়োজন। সপ্তাহব্যাপী এই আয়োজনের গতকাল (২৯ জুন) ছিল শেষ দিন। রজতয়ন্তির এই অনুষ্ঠানে যোগ দিতে বরিশাল গিয়েছিলেন বিসিবি সবাপতি আমিনুল ইসলাম বুলবুল।
বিসিবির বিভাগীয় পর্যায়ের এই আয়োজন মূলত তৃণমূলের ক্রিকেটারদের অনুপ্রাণিত করা এবং প্রতিভা অন্বেষণ করা। সেজন্য প্রতিটি বিভাগে গিয়েই স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি। বরিশালেও তার ব্যতিক্রম হয়নি। স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে কথা বলার পরে, গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বুলবুল।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে লজ্জার এক ঘটনা সামনে এনেছেন বিসিবি সভাপতি। বুলবুল বলেন, ‘এই মাত্র ক্রিকেটারদের সঙ্গে কথা বললাম। তারা চোখের পানি ফেলে বলল, এখানে কেন লিগ হয় না। এটা আমার জন্য সত্যিই বিব্রতকর। একটু লজ্জা লাগছে।’
বিসিবির দায়িত্ব নেওয়ার আগে বুলবুল কাজ করতেন আইসিসির ডেভেলপমেন্ট বিভাগে। যেখানে তিনি বিভিন্ন দেশের তৃণমুল ক্রিকেট নিয়ে কাজ করতেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বরিশাল থেকে খেলোয়াড় তুলে আনতে চান বিসিবি সভাপতি। সেজন্য একটু সময় লাগলেও আশ্বস্ত করেছেন বরিশালে লিগ চালুর।
বুলবুল বলেন, ‘ভবিষ্যতে এই ভুল আর করব না। আমাদের যতটুকু সামর্থ্য আছে, সেটা কাজে লাগিয়ে বরিশালসহ দেশের প্রত্যন্ত অঞ্চলে ক্রিকেটের চাকা সচল রাখতে চাই। জেলা ক্রীড়া সংস্থা ও বোর্ড মিলে যেন নিয়মিত লিগ আয়োজন করতে পারে। এখান থেকেই আমরা খেলোয়াড় তুলে আনতে চাই, যারা একদিন জাতীয় দলের প্রতিনিধিত্ব করবে।’
তবে বরিশালে এখনই লিগ চালু করতে আছে একটি বাধাও। বর্তমানে সংস্কার কাজ চলছে বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে। এই সময়ে সবার সহযোগীতা চান বুলবুল। তিনি বলেন, ‘যেহেতু স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে লিগ শুরু করতে কিছুটা সময় লাগবে। আশা করি সবার সহযোগিতা পাব।’