Sunday, August 3, 2025
প্রধান পাতাখেলাআবারও আম্পায়ারের সাথে ভারতীয় ক্রিকেটারের দ্বন্দ্ব

আবারও আম্পায়ারের সাথে ভারতীয় ক্রিকেটারের দ্বন্দ্ব

ইংল্যান্ড ও ভারতের মধ্যকার ওভাল টেস্টের দ্বিতীয় দিনেও মাঠে বাড়তি উত্তেজনা দেখা গেছে। ইংল্যান্ডের ব্যাটিংয়ের সময় জো রুট ও প্রসিদ্ধ কৃষ্ণার মধ্যকার কথা কাটাকাটির রেশ গিয়ে পড়ে ভারতের কেএল রাহুল ও আম্পায়ার কুমার ধর্মসেনার ওপর। রাহুল তার সতীর্থের পক্ষ নিয়ে কথা বলতে গেলে ধর্মসেনা তীব্র আপত্তি জানান এবং স্পষ্টভাবে বলে দেন—এইভাবে কথা বলা যাবে না।

ঘটনার সূত্রপাত দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে, যখন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট একটি বাউন্ডারি মারার পর প্রসিদ্ধ কৃষ্ণার দিকে তেড়ে যান। মাঠে দুই দলের মধ্যে উত্তেজনা বাড়তে থাকলে হস্তক্ষেপ করেন অন-ফিল্ড আম্পায়ার আহসান রাজা ও কুমার ধর্মসেনা। তারা দুই পক্ষকেই সতর্ক করেন।

এই ঘটনার প্রেক্ষিতে ভারতের ওপেনার কেএল রাহুল আম্পায়ার ধর্মসেনার সঙ্গে কথা বলতে যান। তিনি জানতে চান, কেন ভারতীয় বোলারের প্রতি এমন আচরণ। তবে কথোপকথনের ধরন নিয়ে অসন্তুষ্ট হন ধর্মসেনা। তিনি রাহুলকে সরাসরি বলেন, ‘এইভাবে কথা বলা যায় না। ম্যাচ শেষে এ নিয়ে আলোচনা হবে।’

রাহুলের একটি মন্তব্য বিশেষভাবে নজরে আসে, যেখানে তিনি বলেন, ‘আপনি কি চান আমরা শুধু ব্যাটিং-বোলিং করি, আর বাকিটা চুপচাপ থেকে ঘরে ফিরে যাই?’ উত্তরে ধর্মসেনা জানান, একজন বোলার যদি ব্যাটসম্যানের দিকে এগিয়ে গিয়ে কথা বলে, সেটা গ্রহণযোগ্য নয়।

এই বিতণ্ডার পূর্ণ সংলাপের একটি অংশ এমন ছিল:

রাহুল: “আপনি চান আমরা কী করি? চুপ থাকি?”

ধর্মসেনা: “আপনার জায়গায় যদি কোনো বোলার এসে এইভাবে আসে, ভালো লাগবে? না রাহুল, এটা ঠিক না।”

রাহুল: “আপনি চান আমরা শুধু ব্যাট করে, বল করে চলে যাই?”

ধর্মসেনা: “ম্যাচ শেষে কথা হবে। আপনি এমনভাবে কথা বলতে পারেন না।”

এদিকে ওভাল টেস্টে দ্বিতীয় দিনের শেষ সেশনে ঘুরে দাঁড়িয়েছে ভারত। ইংল্যান্ডের হয়ে জ্যাক ক্রাউলি ও বেন ডাকেট উদ্বোধনী জুটিতে ৯২ রান যোগ করলেও, মোহাম্মদ সিরাজের দুর্দান্ত স্পেলে ম্যাচে ফেরে ভারত। ইংল্যান্ডকে ২৪৭ রানে অলআউট করে দিয়ে।

এর আগে টস জিতে ফিল্ডিং নেয় ইংল্যান্ড। ভারত প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে করে ২২৪ রান। গাস অ্যাটকিনসন ৫ উইকেট নিয়ে ভারতের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন। ব্যাট হাতে ভারতের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেন করুণ নাইর।

আরও পড়ুন

সর্বশেষ