মুম্বাই: বলিউডের ভাইজানখ্যাত তারকা সালমান খান—দর্শকের কাছে যিনি সুপারস্টার, বক্স অফিসের নির্ভরতার নাম, এবং বলিউডের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’। বয়স পেরিয়েছে পঞ্চাশের কোটা, সামনে ষাট। সুপারহিট সিনেমার দীর্ঘ তালিকার পাশাপাশি তার ব্যক্তিজীবন বারবার উঠে এসেছে আলোচনায়।
এক সময় প্রেম করেছেন সংগীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই বচ্চন ও ক্যাটরিনা কাইফের মতো বলিউড ডিভাদের সঙ্গে। কিন্তু কোনো সম্পর্কই সফল হয়নি, এবং বিয়ের পিঁড়িতেও বসেননি এই তারকা।
সম্প্রতি কপিল শর্মা শো-তে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজের জীবন ও মানসিক সংগ্রাম নিয়ে কথা বলেন সালমান। যখন বিয়ের প্রসঙ্গ উঠলো, তিনি বলেন, “বিয়ে বা ডিভোর্স—দুটোরই জন্য মানসিক প্রস্তুতি প্রয়োজন। এই বয়সে এসে নতুন করে জীবন শুরু করাটা সহজ নয়।”
বিরল রোগে আক্রান্ত
আলোচনার এক পর্যায়ে সালমান খান জানান, তিনি বিরল ও জটিল কয়েকটি রোগে ভুগছেন। এর মধ্যে রয়েছে:
ট্রাইজেমিনাল নিউরোলজিয়া: একটি ভয়ংকর নার্ভজনিত রোগ, যা মুখমণ্ডলে তীব্র ব্যথা সৃষ্টি করে এবং ধীরে ধীরে প্রাণঘাতী হয়ে উঠতে পারে।
এভি ম্যালফর্মেশন: রক্ত সঞ্চালনে সমস্যা সৃষ্টি করে, মস্তিষ্কে রক্তক্ষরণের ঝুঁকি বাড়ায়।
অ্যানেউরিজম: ধমনী ফেটে মৃত্যুর ঝুঁকি তৈরি করে।
সালমান বলেন, “প্রতিদিন মনে হয় শরীরের একটা করে হাড় ভেঙে যাচ্ছে। ভয়ানক কষ্ট হয়। তবু চেষ্টা করছি স্বাভাবিক থাকতে, কাজ চালিয়ে যেতে।”
মানসিক যুদ্ধ ও কর্মচাঞ্চল্য
সালমান জানান, এসব অসুখ নিয়ে বাঁচা এবং প্রতিদিন কাজ চালিয়ে যাওয়া একটি কঠিন যুদ্ধ। দীর্ঘদিন ধরেই তিনি শারীরিক কষ্টের মধ্যেও চলচ্চিত্রে সক্রিয় রয়েছেন। তবে এই শারীরিক অবস্থা ও মানসিক চাপের কারণে এখন বিয়ে নিয়ে সিদ্ধান্ত নেওয়া তার জন্য আরও কঠিন হয়ে পড়েছে।
তার ভক্তদের কাছে এই খবরে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। তবে সালমান জানান, যতদিন সম্ভব, কাজ ও জীবনকে শক্তভাবে আঁকড়ে ধরেই তিনি এগিয়ে যেতে চান।
বলিউডে সালমান খানের মতো তারকার এমন দুর্বল স্বীকারোক্তি এবং বাস্তবতা অনেককেই নাড়িয়ে দিয়েছে। দর্শকদের প্রার্থনা—ভাইজান যেন আরও দীর্ঘ সময় সুস্থ ও সক্রিয় থাকেন রুপালি পর্দায়।