Sunday, July 6, 2025
প্রধান পাতাআন্তর্জাতিকযুদ্ধবিরতিতে মধ্যস্থতা করায় ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন

যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করায় ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন দেশটির কংগ্রেস সদস্য আর্ল ‘বাডি’ কার্টার। ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘাতের পর যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী হিসেবে ট্রাম্পের ‘অসাধারণ ও ঐতিহাসিক’ ভূমিকার জন্য এই মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

নরওয়ের নোবেল কমিটিতে পাঠানো চিঠিতে রিপাবলিকান দলীয় এই কংগ্রেসম্যান বলেন, “পশ্চিম জেরুজালেম ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় ও যুগান্তকারী।”

উল্লেখ্য, ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার আগেই যুক্তরাষ্ট্র ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে অবস্থিত পারমাণবিক স্থাপনায় ব্যাপক বিমান হামলা চালায়। ট্রাম্প দাবি করেন, এই হামলায় ওইসব স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। তবে ইরান এই দাবি অস্বীকার করে জানায়, তাদের কোনো স্থাপনাই ধ্বংস হয়নি এবং তারা বেসামরিক পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসার প্রশ্নই ওঠে না।

যুদ্ধবিরতির ঘোষণার কয়েক ঘণ্টা পরেও উভয় পক্ষ ক্ষেপণাস্ত্র বিনিময় করে, যার পর ট্রাম্প কড়া ভাষায় উভয় দেশকেই সতর্ক করেন। এরপর ইসরায়েল নতুন কোনো হামলা চালায়নি বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।

বিশ্লেষকদের মতে, এই মনোনয়ন আন্তর্জাতিক রাজনীতিতে নানা ধরনের আলোচনা ও বিতর্কের জন্ম দিতে পারে।

আরও পড়ুন

সর্বশেষ