Sunday, August 24, 2025
প্রধান পাতাআন্তর্জাতিকস্থায়ীভাবে ফিলিস্তিন রাষ্ট্রের কবর দেওয়া হবে, বললেন ইসরায়েলি মন্ত্রী

স্থায়ীভাবে ফিলিস্তিন রাষ্ট্রের কবর দেওয়া হবে, বললেন ইসরায়েলি মন্ত্রী

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরে নতুন করে কয়েক হাজার বাড়ি বানানোর পরিকল্পনার দিকে এগিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। এরমাধ্যমে স্থায়ীভাবে ফিলিস্তিন রাষ্ট্র ধারণার কবর দেওয়া হবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি অর্থমন্ত্রী বাজায়েল স্মোরিচ।

ই-১ নামে এ প্রকল্পের আওতায় পশ্চিমতীরে নতুন করে ইহুদি বসতি স্থাপন করা হবে। বিশ্বের প্রায় সব দেশের বিরোধীতার কারণে বিতর্কিত প্রকল্পটি গত কয়েক দশক ধরে স্থগিত রেখেছিল ইসরায়েল।

নতুন বসতি স্থাপন সম্পূর্ণ হলে এটি দখলদার ইসরায়েলের পুরোনো বসতি মালে আদুমিমের সঙ্গে যুক্ত হবে। এতে করে পূর্ব জেরুজালেমকে ভবিষ্যত স্বাধীন ফিলিস্তিনের রাষ্ট্রের রাজধানী বানানো অসম্ভব হয়ে পড়বে। এছাড়া দখলদারদের নতুন বসতির কারণে পশ্চিমতীর দুই ভাগে বিভক্ত হয়ে যাবে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি অর্থমন্ত্রী জানান, পশ্চিমতীরে তারা নতুন করে ৩ হাজার ৪০১টি বাড়ি তৈরির অনুমোদন দেবেন। এরমাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্রের ধারণাকে কবর দেওয়া হবে।

এ দখলদার বলেন, “তারা একটি ফিলিস্তিনি স্বপ্ন নিয়ে কথা বলবে। অপরদিকে আমরা একটি ইহুদি বাস্তবতা তৈরি করব। এই বাস্তবতা হলো, এটি স্থায়ীভাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ধারণাকে কবর দেবে। কারণ তখন স্বীকৃতি দেওয়ার জন্য কোনো কিছু, কেউ থাকবে না।”

আগামী সপ্তাহে নতুন বসতি স্থাপনের চূড়ান্ত অনুমোদন দিতে পারে ইসরায়েলি সরকার।

ইসরায়েলি অর্থমন্ত্রী স্মোরিচ একাধিকবার পশ্চিমতীর দখল করতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন। সঙ্গে পুরো অঞ্চলটিতে ইসরায়েলের কর্তৃত্ব আরোপ করতে বলেছেন তিনি।

এদিকে ইসরায়েলের এ পরিকল্পনার নিন্দা জানিয়েছে, ফিলিস্তিন সরকার, কাতার ও মিসরসহ অন্যান্য দেশ।

সূত্র: সিএনএন

আরও পড়ুন

সর্বশেষ