Monday, December 23, 2024
প্রধান পাতাখেলাএস্পানিওল কে হারিয়েও পয়েন্ট টেবিলেশীর্ষে উঠতে পারলোনা রিয়াল মাদ্রিদ

এস্পানিওল কে হারিয়েও পয়েন্ট টেবিলেশীর্ষে উঠতে পারলোনা রিয়াল মাদ্রিদ

গত রাতে এস্পানিওল কে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ । যেখানে গোল করেছেন কারভাহাল, রদ্রিগো, ভিনিসিয়াস ও এমবাপ্পে। গত রাতের ম্যাচ সহ এ নিয়ে টানা চা্র ম্যাচে গোল করেছেন এমবাপ্পে।
প্রথমার্ধ দুই দলই গোল শূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে থিভো কোরতোয়ার আত্মঘাতি গোলে এগিয়ে যায় এস্পানিওল এরপরে কারভাহালের গোলে ম্যাচে ফিরে রিয়াল মাদ্রিদ । এরপরে ৭৫ মিনিটে গোল করেছেন রদ্রিগো এবং ৭৮ মিনিটে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। শেষ মুহূর্তে ৯০ মিনিটে পেনল্টিতে গোল আদায় করেন এমবাপ্পে।এরই সাথে ৪-১ গোলে বড় ব্যাবধানে জয় পায় রিয়াল মাদ্রিদ। কোন গোল না করলেও ম্যাচে অসাধরন পারফরম্যান্স করে ম্যাচ জিততে গুরুত্ব পূর্ণ ভুমিকা রাখেন জুড বেলিংহাম।এ নিয়ে ৬ ম্যাচে ৪ জয় আর ২ ড্র নিয়ে লা লীগার পয়েন্ট টেবিলের দিতীয় স্থানে অবস্থান করছেন লস ব্যাঙ্কোস রা।
আর রিয়ালের চির প্রতিদ্বন্দী বার্সেলোনা তাদের চাইতে ১ ম্যাচ কম খেলে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে।
ম্যাচে অসাধরন পারফরম্যান্স করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন জুড বেলিংহাম।

আরও পড়ুন

সর্বশেষ