Monday, December 23, 2024
প্রধান পাতাখেলাবিপিএলের ফ্রাঞ্চাইজিগুলো কি জর্জ মান্সী কে দলে ভেড়াবে?।

বিপিএলের ফ্রাঞ্চাইজিগুলো কি জর্জ মান্সী কে দলে ভেড়াবে?।

২৬ সেপ্টেম্বর জিম-আফ্রো টি-টেন লীগে ৩৮ বলে সেঞ্চুরী করেন স্কটিশ ওপেনার জর্জ মান্সী।

 স্কটল্যান্ডের হয়ে তার টি-টুয়েন্টি পারফরম্যান্স অনেক ভালো এখন পর্যন্ত ৭২ ইনিংসে ২০৭৮ রান করেন ১৪৪ স্ট্রাইক রেটে। সর্বচ্চো ইনিংস ১৩২ । টি – টুয়েন্টি তে ২ সেঞ্চুরীর পাশাপাশি ১১ টা ফিফটি আছে। চলমান জিম-আফ্রো টি-টেন লীগে ৬ ইনিংসে ৪৮ এভারেজে ২৩৩ স্ট্রাইক রেটে রান করেন ১৯৪। তার উপরে আছেন কেবল মাত্র রাসি ভ্যান ডার ডুসেন তার রান ২২৯। জর্জ মান্সি জিম-আফ্রো টি-টেন লীগে ছক্কা হাকিয়েছেন ১৭ টি আর বাউন্ডারি পার করেছেন ১৪ বার।

বাংলাদেশের ফ্রাঞ্চাইজি গুলো চাইলে তাকে এবার দলে ভেড়াতে পারে। তেমন জশ খ্যাতি নেই সেদিক থেকে তার পারিশ্রমিক ও অন্যদের থেকে বেশী হওয়ার কথা না । দেখা যাক আসছে ১৪ অক্টোবর

২৬ সেপ্টেম্বর জিম-আফ্রো টি-টেন লীগে ৩৮ বলে সেঞ্চুরী করেন স্কটিশ ওপেনার জর্জ মান্সী।

 স্কটল্যান্ডের হয়ে তার টি-টুয়েন্টি পারফরম্যান্স অনেক ভালো এখন পর্যন্ত ৭২ ইনিংসে ২০৭৮ রান করেন ১৪৪ স্ট্রাইক রেটে। সর্বচ্চো ইনিংস ১৩২ । টি – টুয়েন্টি তে ২ সেঞ্চুরীর পাশাপাশি ১১ টা ফিফটি আছে। চলমান জিম-আফ্রো টি-টেন লীগে ৬ ইনিংসে ৪৮ এভারেজে ২৩৩ স্ট্রাইক রেটে রান করেন ১৯৪। তার উপরে আছেন কেবল মাত্র রাসি ভ্যান ডার ডুসেন তার রান ২২৯। জর্জ মান্সি জিম-আফ্রো টি-টেন লীগে ছক্কা হাকিয়েছেন ১৭ টি আর বাউন্ডারি পার করেছেন ১৪ বার।

বাংলাদেশের ফ্রাঞ্চাইজি গুলো চাইলে তাকে এবার দলে ভেড়াতে পারে। তেমন জশ খ্যাতি নেই সেদিক থেকে তার পারিশ্রমিক ও অন্যদের থেকে বেশী হওয়ার কথা না । দেখা যাক আসছে ১৪ অক্টোবর বিপিএলের প্লেয়ারস ড্রাফটে তাকে কোন দল নিজেদের ডেড়ায় ভেড়ায়।

 

 

আরও পড়ুন

সর্বশেষ