ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) কাছে ৪-০ গোলে লজ্জাজনক পরাজয়ের পর নতুন মৌসুমের জন্য দলে আরও খেলোয়াড় যোগ করার ইঙ্গিত দিয়েছেন রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসো।
ম্যাচ শেষে আলোনসো বলেন, ‘ক্লাব বিশ্বকাপ চলাকালীন বিষয়টি নিয়ে আলোচনা করিনি, তবে এখন থেকে আমরা দলে নতুন সংযোজনের বিষয়ে উন্মুক্ত। আমরা সবসময় উন্নতির খোঁজে থাকি এবং এখনো অনেক জায়গায় উন্নতির সুযোগ আছে।’
এই হারের মধ্য দিয়েই শেষ হয়েছে ক্লাবটির কিংবদন্তি লুকা মদরিচের জাদুকরী রিয়াল অধ্যায়। বুধবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে রিয়ালের বিখ্যাত সাদা জার্সিতে শেষ ম্যাচটি খেলেছেন এই ক্রোয়াট মিডফিল্ডার।
২০১২ সালে টটেনহাম হটস্পার থেকে রিয়ালে যোগ দেওয়া মদরিচ ৫৯৭টি ম্যাচে অংশ নিয়ে জিতেছেন ২৮টি ট্রফি, যার মধ্যে রয়েছে ছয়টি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। ২০১৮ সালের ব্যালন ডি’অর জয়ী এই তারকা শিগগির যোগ দিচ্ছেন ইতালিয়ান জায়ান্ট ক্লাব এসি মিলানে।
প্রাক্তন সতীর্থ ও বর্তমান কোচ আলোনসো বলেন, ‘এটা কোনোভাবেই কাঙ্ক্ষিত বিদায় নয়, অনেক তিক্ত। তবে আজকের এই ম্যাচের জন্য নয়, লুকাকে মনে রাখা হবে তার অতীতের অসাধারণ সব পারফরম্যান্সের জন্য। সে রিয়ালের এবং বিশ্ব ফুটবলের এক প্রকৃত কিংবদন্তি।’
রিয়াল গোলরক্ষক থিবো কুর্তোয়া বলেন, ‘মদরিচ সবসময়ই করতালিতে বিদায় নেয়, শুধু মাদ্রিদ সমর্থকরাই নয়, সারা বিশ্বের ফুটবলপ্রেমীরাই তাকে ভালোবাসে। সে দুর্দান্ত একজন খেলোয়াড়, দারুণ এক সতীর্থ এবং আমরা সবাই তাকে মিস করব।’
পিএসজির কাছে এই বিশাল হারের পর সমর্থকদের হতাশা কাটিয়ে উঠতে মরিয়া রিয়াল মাদ্রিদ। তাই নতুন মৌসুমে সাফল্যের রাস্তায় ফিরতে দলে নতুন মুখ আনতেই চাইছেন আলোনসো। এখন দেখার বিষয়, শীর্ষ মানের কোন তারকাদের সান্তিয়াগো বার্নাব্যুতে দেখা যায় আসন্ন মৌসুমে।