আজ ভারতের কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্টের পূর্বে সংবাদ সম্মেলনে অবসরের কথা জানালেন সাকিব আল হাসান।
তিনি বলেন,দেখুন, এখন পর্যন্ত আমি তো এভেলেবল। দেশে যেহেতু অনেক পরিস্থিতি আছে, সবকিছু অবশ্যই আমার ওপরে না। আমি বিসিবির সঙ্গে এসব নিয়ে আলোচনা করেছি। তাদেরকে বলা হয়েছে আমার কি পরিকল্পনা। এই সিরিজ আর হোম সিরিজটা আমি ফিল করেছিলাম আমার শেষ সিরিজ হবে, টেস্ট ক্রিকেটে স্পেশালি।’
তিনি আরও বলেন ‘এভাবেই ফারুক ভাইয়ের সঙ্গে ও নির্বাচকদের সঙ্গে আমার কথা হয়েছে। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যাই, খেলতে পারি, তাহলে মিরপুর টেস্ট হবে আমার জন্য শেষ। সেই কথাটা বোর্ডের সবার সঙ্গে বলা হয়েছে। তাঁরা চেষ্টা করছেন কিভাবে সুন্দর ভাবে আয়োজন করা যায়।’
বৈষম্য বিরোধী আন্দোলন কে ঘিরে সাকিবের উপর এক টি মামলা হয় , যা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়। সবশেষ শেয়ারবাজার কারসাজিতে ৫০ লাখ টাকা জরিমানা করা হয় তাকে। তিনি ২০২৪ এ কথিত ডামি নির্বাচনে অংশ নেন, যা এদেশের সাধারণ মানুষ ভালোভাবে নেননি। এবং বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যা-হামলার কোনো প্রতিবাদ করেননি যার কারনে তিনি জনগনের কাছে ভিলেন বনে যান রীতিমত।
সাকিব টেস্টের পাশাপাশি টি-টুয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন।
এবং টি-টুয়েন্টি অবসর সম্পর্কে বলেন ‘আমার তো মনে হয় টি-টোয়েন্টিতে আমার শেষ ম্যাচ খেলে ফেলেছি বিশ্বকাপে’।
সাকিব আপাতত পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওডিয়াই ক্রিকেট চালিয়ে যাওয়ার কথা বলেন।