Monday, December 23, 2024
প্রধান পাতাখেলালা-লীগায় বার্সেলোনার জয় অব্যাহত ।

লা-লীগায় বার্সেলোনার জয় অব্যাহত ।

গতরাতে গেতাফে কে ১-০ ব্যাবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান শক্ত করলো হ্যান্সি ফ্লিক।

ম্যাচে বার্সেলোনা তাদের শক্তিশালি স্কোয়াড নিয়ে মাঠে নামে , নিয়মিত গোল কিপার স্টেগানের পরিবর্তে একাদশে সুযুগ পায় ইনাকি পেনা।এরপর ম্যাচের ১৯ মিনিটে লেভান্ডস্কির গোলে এগিয়ে যায় বার্সেলোনা । যদিও পরে বার্সেলোনা আর ব্যাবধান বাড়াতে পারেনি। তবে এই ম্যাচ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান শক্ত বানালো কাতালুনিয়ায়ার দলটা।

দ্বিতীয় স্থানে থাকা চির প্রতিদ্বন্দি রিয়াল মাদ্রিদের সাথে তাদের পয়েন্ট ব্যাবধান ৪।

উল্লেখ্য বার্সেলোনা এখনো কোনো লা-লীগার ম্যাচ হারেনি।  সাত ম্যাচের সাতটিতেই জয় তাদের।

আরও পড়ুন

সর্বশেষ