Sunday, August 24, 2025
প্রধান পাতাশিক্ষাক্যাম্পাসে এখনো প্রান্তিক অবস্থায় ছাত্রদল, অভিযোগ আবিদের

ক্যাম্পাসে এখনো প্রান্তিক অবস্থায় ছাত্রদল, অভিযোগ আবিদের

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেছেন, আমরা আগে যেমন প্রান্তিক ও নিপীড়িত ছিলাম, এখনো তেমনই আছি।

রোববার (২৪ আগস্ট) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে আমরা একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ আশা করেছিলাম। কিন্তু আমাদের বিরুদ্ধে নিয়মিতভাবে প্রোপাগান্ডা চালানো হয়েছে এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধের অজুহাতে নানা বাধা দেওয়া হয়েছে।

আবিদ বলেন, আমরাই একমাত্র ছাত্র সংগঠন যারা জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা রাখার পরও কোনো সুযোগ কাজে লাগাইনি। আমরা কোনো সচিবালয় বা মন্ত্রণালয়ে যাইনি। স্বচ্ছতার দিক থেকে এটিই আমাদের প্রথম প্রমাণ।

তিনি অভিযোগ করেন, হলগুলোতে ছাত্রদলের নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে ও হুমকি দেওয়া হচ্ছে। ছাত্রলীগের আতিকাকে যেভাবে হল থেকে বের করে দেওয়া হয়েছিল, আমাদের নারী নেত্রীদের ক্ষেত্রেও নাকি একই ঘটনা ঘটবে- এমন হুমকির কথা তুলে ধরেন তিনি।

ছাত্রদলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম অভিযোগ করে বলেন, প্রতিটি সংগঠন তাদের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলছে। অথচ স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য টিএসসিতে স্ট্যান্ডআপ কমেডি আয়োজন করে স্পষ্টভাবেই আচরণবিধি ভঙ্গ করেছে। এ বিষয়ে প্রশাসনের কঠোর পদক্ষেপ আশা করেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ