Monday, December 23, 2024
প্রধান পাতাখেলাজয় অব্যাহত রিয়ালের ,পয়েন্ট টেবিলের অবস্থান দ্বিতীয়।

জয় অব্যাহত রিয়ালের ,পয়েন্ট টেবিলের অবস্থান দ্বিতীয়।

গত রাতে আলাভেসের বিপক্ষে নিজেদের পূর্ণ শক্তির একাদশ নিয়ে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৫৮ সেকেন্ডে রদ্রীগোর পাস থেকে লুকাস ভাসকেজ গোল করে নিজের দল কে এগিয়ে নিয়ে যায়।এরপর ২১ মিনিটে রিয়াল আবার আক্রমণ চালায়, এ সময় এমবাপ্পের একটি গোল অফসাইডে বাতিল হয়।এরপর ৪০ মিনিটে শুয়োমিনির পাস থেকে গোল করেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ফলাফল ২-০ তে এগিয়ে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধের খেলা ২-০ শেষ হয়।
ম্যাচের দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই ৪৮ মিনিটি রদ্রিগো আলাভেসের ডিফেন্ডার কে ড্রিবল করে চমৎকার একটি গোল করেন। ম্যাচের বাকি সময় রিয়াল মাদ্রিদ আর গোল না করতে পারলেও মাদ্রিদ বেকায়দায় ফালিয়ে দেয় আলাভেস।৮৫ মিনিটে বেনাভিডেয এবং ৮৬ মিনিটে গারসিয়ার গোল করে সবাইকে অবাক করে দেয়। শেষ সময়ে সবাই টানটান উত্তেজনা অনুভব করতে থাকে, যদিও এরপর আল্ভেস আর ম্যাচে সমতায় ফিরতে পারে নাই।ফলে ৩-২ গোলে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
এই ম্যাচে জয় পেলেও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠতে পারে নি রিয়াল মাদ্রিদ , তাদের চাইতে এক ম্যাচ কম খেলে এক পয়েন্ট বেশী নিয়ে লা-লীগার শীর্ষ স্থান দখল করছে বার্সেলোনা।

আরও পড়ুন

সর্বশেষ