Monday, December 23, 2024
প্রধান পাতাখেলাশেষ মুহূর্তে দল কে রক্ষা করলো জুলিয়ান আলভারেজ।

শেষ মুহূর্তে দল কে রক্ষা করলো জুলিয়ান আলভারেজ।

প্রিমিয়ার লীগের শক্তিশালি ক্লাব ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির হয়ে নিয়মিত একাদশে খুব একটা সুযোপ পেতেন না জুলিয়ান আল্ভারেজ। কিছু সময়ের জন্য মাঠে নামতেন সাব হয়ে। যতটুকু সময় মাঠে থাকতেন গোল অথবা এসিস্ট করে সবার নজর কারতেন।কিন্তু মনের মধ্যে একটাই আক্ষেপ থাকতো নিয়মিত একাদশে সুযোগ না পাওয়া নিয়ে। গারদিওালার আন্ডারে ভালোই পারফরম্যান্স করতো আর্জেন্টাইন স্পাইডার খ্যাত আলভারেজ।

তাই এই সামার ট্রান্সফারে ৯৫ মিলিয়ন প্যাকেজে আলভারেজ কে দলে ভিড়ায় দিয়েগো সিমিওনের দল আতলেটিকো মাদ্রিদ ।শুরুটা মানিয়ে নিতে কষ্ট হলেও এখন বেশ উপভোগ করছেন আলভারেজ।

গত রাতে আর সি সেলটার বিপক্ষে মুখোমুখি হয় আতলেটিকো মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধে দু দলই গোলশূন্য থাকে। দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে সাব হয়ে নামেন আল্ভারেজ। অতিরিক্ত সময়ে গ্রিজমানের লং বল সরাসরি প্রতিপক্ষের জালে জড়ান জুলিয়ান আলভারেজ। ফলে ১-০ গোলে জয় পায় আতলেটিকো মাদ্রিদ।

আরও পড়ুন

সর্বশেষ