Monday, December 23, 2024
প্রধান পাতাখেলালা-লীগা মাতাচ্ছেন জিওভানি লো সেলসো

লা-লীগা মাতাচ্ছেন জিওভানি লো সেলসো

লাস্ট ৩ ম্যাচে স্টার্ট করে ৪ গোল করেছেন জিওভানি লো সেলসো। অথচ গত ২ সিজনে প্রিমিয়ার লীগের ক্লাব ট[ট্যানহামে একাদশে খুব একটা সুযোগ পেতেন না ,তাছাড়া সাব হয়েও তাকে মাঠে নামাতেন টট্যানহামের কোচ।প্রিমিয়ার লীগে দলের হয়ে সুযোগ না পেলেও আর্জেন্টিনার হয়ে যখনই সুযোগ পেয়েছেন, আলো ছড়িয়েছেন। ডি মারিয়ার অবসরের পর গত ইন্টারন্যাশনাল বিরতিতে ১১ নাম্বার জার্সি তার কাধে তুলে দেন মাস্টার মাইন্ড কোচ লিওনেল স্ক্যালোনি।ডি মারিয়ার মতোই সবসময় আড়ালে থাকেন লো সেলসো। গত রাতে তার ক্লাব রিয়াল বেতিস লাস পালামাসের সাথে ড্র করে ১-১ গোলে। ম্যাচর শুরুতে লাস পালামাস মোলেরিওর গোলে ১-০ তে এগিয়ে যায়। এরপরে ৪৫ মিনিটে লো সেলসোর গোলে ম্যাচে ফিরে রিয়াল বেতিস।এর আগে ম্যাল্লোরকার সাথে তার দল ২-১ গোলে হারলেও একমাত্র গোল টি করেন লো সেলসো। তারও আগের ম্যাচে গেতাফের বিপক্ষে তার দল ২-১ গোলে জিতলে, সে ম্যাচে দুটো গোলই করেন লো সেলসো। এখন পর্যন্ত লা-লীগার সর্বচ্চো রেটিং প্রাপ্ত খেলোয়ার জিওভানি লো সেলসো।

আরও পড়ুন

সর্বশেষ