Monday, December 23, 2024
প্রধান পাতাখেলাবিপিএল আপডেটঃ চট্টগ্রাম কিংস এর হেড কোচ শন টেইট।

বিপিএল আপডেটঃ চট্টগ্রাম কিংস এর হেড কোচ শন টেইট।

চট্টগ্রাম কিংস যেনো মাঠে উঠে পরে নেমেছে । এরই মধ্যে তারা এঞ্জেলো ম্যাথুজের সাথে কথা চালিয়ে যাচ্ছে । আর তাদের সবচেয়ে বড় চমক হলো হেড কোচ হিসেবে তারা নিয়োগ দিয়েছে অস্ট্রেলিয়ান সাবেক গতি তারকা শন টেইট । এর আগে শন টেইট বিপিএল মাতিয়েছিলেন চিটাগং ভাইকিংস এর হয়েই। এছারা সহকারি কোচের দায়িত্ব পালন করবেন এনামুল হক জুনিয়র।

 

তবে এবার বিপিএলের সবচেয়ে বড় প্রশ্ন হলো সাকিব মাশরাফি কি এবারের বিপিএল খেলবেন কিনা? 

আরও পড়ুন

সর্বশেষ