Sunday, December 22, 2024
প্রধান পাতাখেলাবিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিল, ইনজুরি ও চাপে ধুঁকছে পাঁচবারের চ্যাম্পিয়ন

বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিল, ইনজুরি ও চাপে ধুঁকছে পাঁচবারের চ্যাম্পিয়ন

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর বাছাই পর্বে নিজেদের অবস্থান দৃঢ় করার লক্ষ্যে সান্তিয়াগোতে চিলির মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বর্তমানে দক্ষিণ আমেরিকার (কনমেবল) বাছাই পর্বের ১০ দলের মধ্যে ৮ ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করে পঞ্চম স্থানে অবস্থান করছে ব্রাজিল । শেষ চারটি ম্যাচ হার দলটির জন্য বড় চাপ সৃষ্টি করেছে। অন্যদিকে, মাত্র ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় সর্বনিম্ন স্থানে অবস্থান করছে চিলি।

ব্রাজিলের জন্য ম্যাচটি আরও কঠিন হতে যাচ্ছে কারণ দলটির কিছু মূল খেলোয়াড় ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছে। গোলরক্ষক আলিসন, ডিফেন্ডার ব্রেমার, এডার মিলিতাও, গুইলহের্মে আরানা এবং ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র খেলতে পারছেন না। ম্যানেজার ডরিভাল জুনিয়র ইনজুরির কারণে তার দলে বড় পরিবর্তন এনেছেন।

জানুয়ারিতে ব্রাজিল দলের দায়িত্ব গ্রহণ করার পর এখন পর্যন্ত মাত্র দুটি প্রতিযোগিতামূলক ম্যাচ জিততে পেরেছেন কোচ ডরিভাল। কোপা আমেরিকার হতাশাজনক অভিযানে, যেখানে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের কাছে পরাজিত হয়ে বিদায় নেয়, সেই ব্যর্থতা কাটিয়ে ওঠার চেষ্টা চালাচ্ছে দলটি। গত মাসে ইকুয়েডরের বিপক্ষে কষ্টার্জিত এক জয় তুলে নিলেও, পরবর্তী ম্যাচে পারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে হেরে আবারও ছন্দ হারায় ব্রাজিল।

ব্রাজিলের শুরুর একাদশ থাকবে: এডারসন; দানিলো, মারকিনহোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, অ্যাবনার; আন্দ্রে, লুকাস পাকেতা; সাভিনিও, রাফিনিয়া, রদ্রিগো, ইগর জেসুস।

চিলি এখনও তাদের একাদশ ঘোষণা করেনি, তবে তারা ব্রাজিলের বর্তমান দুর্বলতাকে কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট সংগ্রহ করতে চাইবে।

এই ম্যাচটি দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে ব্রাজিল জয় পেতে মরিয়া, অন্যদিকে চিলি তাদের বাছাইপর্বের আশা বাঁচিয়ে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে।

আরও পড়ুন

সর্বশেষ