কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে মাত্র ২৪৭ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। জবাবে ব্যাট হাতে ওয়ানডে মেজাজে জবাব দিচ্ছে স্বাগতিক শ্রীলঙ্কা। পাথুম নিশাঙ্কা ও দিনেশ চান্দিমালের ব্যাটে ভর করে বড় সংগ্রহের পথে লঙ্কানরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কা ৫০ ওভারে ১ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ১৯০ রান। ক্রিজে রয়েছেন দিনেশ চান্দিমাল (৮১ বলে ৫৪ রান) এবং পাথুম নিশাঙ্কা (১৫৫ বলে ৯৩ রান)। দুজনের ব্যাটে দ্বিতীয় সেশনে এসেছে ১০৭ রান।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশ বোলারদের কোনো সুযোগ না দিয়েই উড়ন্ত সূচনা এনে দেন ওপেনার পাথুম নিশাঙ্কা ও লাহিরু উদারা। উদ্বোধনী জুটিতে আসে ৮৮ রান। যদিও ব্যক্তিগত ফিফটি তুলতে ব্যর্থ হন উদারা। তবে ৭৯ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন নিশাঙ্কা।
এক পর্যায়ে ৩০ ওভারেই দলীয় ১৩০ রানের কোটা পার করে ফেলে শ্রীলঙ্কা। তিনে ব্যাট করতে নেমে নিশাঙ্কার সঙ্গে জুটি গড়েন অভিজ্ঞ ব্যাটার দিনেশ চান্দিমাল। পরে তাইজুল ইসলামের আবেদনে আম্পায়ার তাকে লেগ বিফোরে আউট দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান চান্দিমাল। সেই সুযোগ কাজে লাগিয়ে ৭০ বলে নিজের হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
এর আগে দিনের শুরুতে আগের দিনের অপরাজিত ব্যাটার তাইজুল ইসলাম (৯) এবং এবাদত হোসেন (৫) ব্যাট করতে নামেন। কিন্তু দিনের শুরুতেই এবাদত ফার্নান্দোর বলে লেগ বিফোরে কাটা পড়েন। শেষ দিকে কিছুটা প্রতিরোধ গড়ে ৬০ বলে ৩৩ রান করে আউট হন তাইজুল। তার ইনিংসেই বাংলাদেশের ইনিংস গড়ায় ২৪৭ রানে।
প্রথম ইনিংসে টাইগারদের হয়ে লড়াকু ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম (৭৩) ও মাহমুদউল্লাহ রিয়াদ (৪৫)। তবে অন্যান্য ব্যাটারদের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়তে পারেনি সফরকারীরা।
লঙ্কানদের প্রথম ইনিংসের এই সূচনা দেখে মনে হচ্ছে, বাংলাদেশকে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে ম্যাচের পরবর্তী ধাপে।