মাঠের পারফরম্যান্স দিয়ে আলোচনায় আসতে ব্যর্থ হওয়া হায়দার আলী আলোচনায় এসেছেন নারীঘটিত কেলেঙ্কারিতে। ইংল্যান্ডে গত মাসে অপরাধমূলক এক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠে তার বিরুদ্ধে।
প্রায় এক মাস ধরে হায়দারের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ। ২০ আগস্ট পুলিশের কাছে তার হাজিরা দেওয়ার কথা থাকলেও আপাতত তাকে হাজিরা দিতে হচ্ছে না। জানা গেছে, হায়দার আলীর জামিন দুই সপ্তাহ বাড়ানো হয়েছে।
হায়দারের বিরুদ্ধে পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। তবে পুলিশকে দেওয়া বিবৃতিতে নিজেকে নিরপরাধ দাবি করেন তিনি। হায়দারের পরিবারের তথ্য অনুযায়ী, তদন্ত কর্মকর্তাদের পাকিস্তানি ক্রিকেটার জানিয়েছেন যে তিনি (হায়দার) সেই নারীকে আগে থেকেই চিনতেন। সেই নারী হায়দারের বন্ধু। সেই নারী ও হায়দারের দেখা হয়েছিল ম্যানচেস্টারের এক হোটেলে।
পাকিস্তান শাহিনস ইংল্যান্ড সফরে কয়েক দিন আগে ৩টি ওয়ানডে ও দুটি তিন দিনের ম্যাচ খেলেছে। ৫ আগস্ট শেষ হয়েছে পাকিস্তান শাহিনসের ইংল্যান্ড সফর। এই সিরিজেই হায়দারের বিরুদ্ধে অপরাধমূলক কাজে জড়ানোর অভিযোগ তোলা হয়েছে। স্পিটফায়ার কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডের খেলোয়াড়দের ক্যান্টিন অফিস থেকে হায়দারকে কেন্ট পুলিশ তখন ধরে নিয়ে গিয়েছিল। এরপর পাকিস্তানি ক্রিকেটারকে ক্যান্টারবারি পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল।