প্রধান পাতাখেলাএশিয়া কাপে ভারত-পাকিস্তান ফাইনাল, মোবাইলে যেভাবে দেখবেন

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ফাইনাল, মোবাইলে যেভাবে দেখবেন

দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের শিরোপার লড়াই উপভোগ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ক্রিকেটপ্রেমীরা। এবারের এশিয়া কাপের ম্যাচগুলো টিভির পাশাপাশি অনলাইনেও দেখার সুবিধা ছিল। ফাইনালেও এর ব্যতিক্রম হচ্ছে না। এই হাইভোল্টেজ ফাইনাল ম্যাচটিও মোবাইলে উপভোগ করা যাবে।

এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে এবারই প্রথম টুর্নামেন্টটির ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শিরোপা লড়াইয়ে নামবে বিশ্ব ক্রিকেটের এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ভারত নাকি পাকিস্তান—মেগা ফাইনাল শেষে শেষ হাসি কে হাসে, সেটি দেখার অপেক্ষায় ক্রিকেট সমর্থকেরা।

এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে দেশের একমাত্র স্পোর্টসভিত্তিক চ্যানেল টি স্পোর্টস। অনলাইনে সরাসরি সম্প্রচার করবে টফি। দর্শকরা টফি অ্যাপ (অ্যান্ড্রয়েড ও আইওএস) ব্যবহার করে মোবাইলে ম্যাচটি উপভোগ করতে পারবেন। এ ছাড়া টফি লাইভ ডট কম এবং স্মার্ট টিভি (অ্যান্ড্রয়েড টিভি, স্যামসাং টাইজন ও এলজি ওয়েবওএস)-এর মাধ্যমেও ম্যাচটি দেখা যাবে।

১৯৮৪ সালে পথচলা শুরু হয় এশিয়া কাপ ক্রিকেটের। মহাদেশীয় আসরে আগের ১৬ আসরের মধ্যে সবচেয়ে বেশি আটবার শিরোপা জয়ের রেকর্ড ভারতের দখলে। ১৯৮৪, ১৯৮৮, ১৯৯০-৯১, ১৯৯৫, ২০১০, ২০১৬, ২০১৮ ও ২০২৩ সালে শিরোপা জিতেছে টিম ইন্ডিয়া। মোট ১১ বার ফাইনাল খেলে তিনবার হেরে যায় ভারত। এবার রেকর্ড নবমবারের মত এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়তে মুখিয়ে আছে ভারত। 

 

অন্যদিকে, পাকিস্তান মহাদেশীয় টুর্নামেন্টের ফাইনাল খেলেছিল ১৯৮৬, ২০০০, ২০১২, ২০১৪ ও ২০২২ সালের আসরে। এর মধ্যে ২০০০ ও ২০১২ সালে শিরোপা নিজেদের করে নিয়েছিল তারা। এবার টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপের ফাইনালকে সামনে রেখে সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তানের লক্ষ্য দীর্ঘ ১৩ বছর পর এশিয়া কাপের শিরোপার স্বাদ নেওয়া। 

এশিয়া কাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে ২১ বার দেখা হয়েছে ভারত ও পাকিস্তানের। এর মধ্যে ভারতের জয় ১২বার ও পাকিস্তানের ৬বার। ৩টি ম্যাচ পরিত্যক্ত হয়। তবে একটি পরিসংখ্যান পাকিস্তানকে আশা জাগাতে পারে। ভারতের বিপক্ষে পাকিস্তান সবশেষ জিতেছিল ২০২২ সালের সেপ্টেম্বরে, এই ফাইনালের ভেন্যু দুবাইয়েই।

আরও পড়ুন

সর্বশেষ