প্রধান পাতাখেলারাকিবের গোলে হংকংয়ের মাঠে বাংলাদেশের ড্র

রাকিবের গোলে হংকংয়ের মাঠে বাংলাদেশের ড্র

এশিয়ান কাপ বাছাইপর্বের কঠিন সমীকরণে টিকে থাকার লড়াইয়ে আজ হামজা-জামালদের জন্য জয় পাওয়া জরুরি ছিল। তবে সেটি আর এলো না। যদিও হংকংয়ের বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা— রাকিব হোসেনের দারুণ গোলে ১-১ সমতা এনে হংকংয়ের মাঠ থেকে এক পয়েন্ট নিয়েই ফিরেছে লাল-সবুজের দল। তবে এই এক পয়েন্ট এশিয়ান কাপের মূলপর্বে যাওয়ার দৌড়ে বাংলাদেশকে রাখতে পারবে না বলেই মনে হচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ