Monday, December 23, 2024
প্রধান পাতাখেলাতবে কি হামজা চৌধুরী কে দেখা যাবে বাংলাদেশের জার্সি তে?।

তবে কি হামজা চৌধুরী কে দেখা যাবে বাংলাদেশের জার্সি তে?।

বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার কে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) বাংলাদেশের হয়ে খেলার জন্য অনাপত্তিপত্র দিয়েছে । বিষয় টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হাসান। তিনি বলেন ‘গত সপ্তাহের শেষ দিকে এফএ হামজা চৌধুরীর বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলার ব্যাপারে অনাপত্তিপত্র বাফুফেকে পাঠিয়েছে। এখন আমরা ফিফার অনুমতি চাইব। সেখানে এফএর অনাপত্তিপত্রসহ আরও কিছু কাগজপত্র জমা দেওয়া হবে। প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে বিষয়টি নিয়ে আলোচনার পর সবুজসংকেত পেলেই হামজা বাংলাদেশের হয়ে খেলতে পারবেন।’
আর তাছারাও হামযা কে বাংলাদেশের হয়ে খেলানোর প্রথম ধাপ হলো , বাংলাদেশের পাসপোর্ট করানো যা গত আগষ্টে যা সম্পন্ন করা হয়েছে । এখন শুধু ফিফার অনুমতি পাওয়ার পালা। বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হাসান বলেছেন যে তারা শিঘ্রই ফিফার কাছে অনুমতি চাইবে। ফিফার অনুমতি পেলে তার ক্লাব লেস্টার সিটির অনুমতির অপেক্ষায় থাকতে হবে।
উল্লেখ্য হামজা চৌধুরী একজন এবং তার পরিবার বাংলাদেশি। তিনি ইংলিশ প্রিমিয়ার লীগের দল লেস্টার সিটির হয়ে খেলেন।

আরও পড়ুন

সর্বশেষ