Monday, December 23, 2024
প্রধান পাতাখেলাবিপিএল আপডেট: মুস্তাফিজ কে দলে ভেড়ালো ঢাকা।

বিপিএল আপডেট: মুস্তাফিজ কে দলে ভেড়ালো ঢাকা।

মুস্তাফিজুর রহমানকে আইকন হিসেবে ডিরেক্ট সাইন করেছে ঢাকা ক্যাপিটালস! ।
দলটির আইকন মিরাজ হওয়ার কথা থাকলেও, শেষ মূহুর্তে এসে আলোচনায় না মিলায়  মিরাজ কে সাইন করানো যায়নি । তবে মিরাজ কি গত আসরের চ্যাম্পিয়ন বরিশালে থাকছেন কিনা তা নিশ্চিত হওয়া যায় নি।কাটার মাস্টার দ্যা ফিজকে দলে ভেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার সিইও আতিক ফাহাদ।
এরই মধ্যে দিয়ে আসন্ন বিপিএল উপলক্ষে সবার আগে দল গোছানো শুরু করলো ঢাকা  ক্যাপিটালস। 
উল্লেখ্য ঢাকা ক্যাপিটালসের মালিকানায় আছেন রিমারক হারল্যান্ড যার  মালিক চিত্র নায়ক শাকিব খান ও তাদের সাথে যুক্ত আছেন ওয়াল্টন। মুস্তাফিজ কে সাইন করিয়ে তারা থেমে নেই।কোচ হিসেবে তারা ডোয়াইন ব্রাভোর সাথে আলোচনা করছেন। তাছাড়া রোস্টোন চেজ এর সাথেও আলোচনা চালিয়ে যাচ্ছেন।
আরও পড়ুন

সর্বশেষ